দুর্বিন শাহ রচিত গান নং ২২

এ বিশ্ববাগানে দেখিতেছো যদি
রহিয়াছো কেন গোপনে ।
বিভিন্ন ভাষায় শব্দ শোনা যায়
দেখিনা কেন নয়নে ।।
স্বর্গ কি নরকে, গোলকে ভূলোকে
আঁধার আলোকে, নিখিলও ধরায়
নিশিরও শিশিরে, মৃদুলও সমীরে
গগনও কুটিরে, তপনও তারায় ।
সাগর সলিলে, অনল ও অনীলে
সর্বস্ব ব্যাপিত, রহিয়া মিশ্রিত
কল্পনারই মতো, ভাসে মনে ।।
মরু কি উদ্যান, কবর কি শ্মশান
কিবা তীর্থস্থান, ভূতখানায়
মক্কা বারানসী, গয়া গঙ্গা কাশী
কত ঘুরে আসি, পাইনা তোমায় ।
কতই না খোজাখুজি, কতই না বোঝাবুঝি
যোগী ঋষিগণ, সার করে কানন
পেলোনা দর্শন সাধনে ।।
বাইবেল বেদ কোরাণে, সহস্র প্রমাণে
যাগ যজ্ঞ ধ্যানে, খুজে সবায়
মসজিদ মন্দিরে, উপাসনা করে
কে পাইলো তোমারে, থাকে আশায় ।
মনে হয় তুমি শূণ্য, নামে মাত্র আছে গণ্য
হইলোনা মীমাংসা, বলে দুর্বিন শা
তবু পাইতে আশা দর্পণে ।।