এ বিশ্ব জুড়ে প্রতি ঘরে তব
নামের ব্যাখা শুনিতে পাই ।।
সপ্ত স্বর্গ মর্ত্য আকাশ ও পাতালে
তব কৃপায় সৃষ্টি সবই মায়ার জঞ্জাল
সব খেলার মায়া ছায়াবাজির ছায়া
কর্মক্ষেত্র ফলে আমি আরও যাই ।।
যত জীবজন্তু এই ত্রিমহীমন্ডলে
আসা যাওয়া হয়, শুধু নিজ কর্মফলে
যোনি ভ্রমনার্থে আসিয়া জগতে
ভুলিয়া মায়াতে জীবনও কাটাই ।।
কাটিতে মায়া ফাঁস, করি কতই সন্ধি
কেন হে নিদয়া প্রভু আমায় করো বন্দী
দেখিতে চরণ মনে আকিঞ্চন
চাই না স্বর্গ, নরক না ডরাই ।।
নিরাকার বেশ ধরে সেজেছো সংসারে
উচ্চশীল শিরে নির্ধনীরে
পর্বতের গুহায় ঝিল বিল দরিয়ায়
দুর্বিন শা কয় মিশে খেলিছো গো সাঁই ।।