দুর্বিন শাহ রচিত গান নং ২৬৪

দুঃখ বিনে আর সুখ হইলো না
দুঃখেরই কপাল গেলো না চিরকাল
ঘটিলো জঞ্জাল কী যন্ত্রণা ।।
জ্বলে প্রেমাগুনে দুঃখ ওঠে মনে
এ ত্রিভুবনে ঔষধ মিলে না
ঔষধ জানিলে দেও তোরা আইনে
কোথায় গেলো চলে ওই কালা সোনা ।।
ওই কালার কারণে নিশি জাগরণে
আকুল প্রাণে করি ভাবনা
ঠুকিয়া মাথা মিটাইবো ব্যাথা
এ ছাড়া প্রাণী আর রাখবো না ।।
দেখিয়া তারে যাই যদি মরে
মিটিয়া যাবে মনের বাসনা
না দেখিয়া নয়ান যায় যদি প্রাণ
জগতে রহিবে এ ঘোষণা ।।
না পাইয়া খবর হিয়া ঝরঝর
কাদিতেছে অন্তর বিষম যাতনা
খেলিতে পাশা মনে ছিলো আশা
পাগল দুর্বিন শা কয় বিধি দিলো না ।।