ধরলে না অধরা রে, ওরে পাগল
ধরলে না অধরা
ধরবে যদি অধরা রে
বসত করো পাগল পারা ।।
লাহুত জবরুত নাছুতে
খেলা করে কুদরতে
চাও যদি তারে ধরিতে
লও পীরের ইশারা ।
কলব রুহু ছহর খপি
আছে ছয় সিতারা
ছয় লতিফায় চাবি দিয়া
নাছুতপুরে দেও পাহারা ।।
আক্কোল বুদ্ধি হুশ ফাহাম
এ চারজনে করে কাম
তাদের সনে কুদরত উল্লা
করে লড়াচড়া ।
আলিফ লাম হে অক্ষরে
তালা কুনজি ধরা
মীমের পেশে চাবি দিলে
খুলবে লাম আলিফের জোড়া ।।
কলিজায় রহমত অলি
ফেক গোশার থলি
দিলের ভিতর আক্কল আলী
করে ঘুরাফেরা ।
নাভির চার আঙ্গুল নীচে
সাদা তিন কটরা
দুর্বিন শা কয় চাইয়া দেখ
তিনটা জিনিস আছে ভরা ।।