ধরিয়া কাশেমের গলে
সখিনা কাঁদিয়া বলে
তোমায় রণে যাইতে দিবোনা রে ।।
পাগল মন রে
বুঝি বাম হলো বিধাতা
অন্তরে কি নাই মমতা
দিলো ব্যাথা সহিতে পারিনা রে
বিয়ার দিন সখিনা রাড়ি
দুঃখ কি সহিতে পারি
পাগল মন রে
কপালে কি এতই লাঞ্চনা রে ।।
পাগল মন রে
লড়িবারে গেলো যারা
সকলই পড়িলো মারা
ফিরে তারা কেউ তো আর এলোনা রে
দুধের শিশু আসগর ছিলো
তীর মেরে শহীদ করিলো
পাগল মন রে
শিশু বলে দয়া তো হইলো না রে ।।
পাগল মন রে
কাশেমে কয় ও সখিনা
আমারে বারণ করো না
নিষেধ বাধা মানিতে পারিনা রে
কারবালা সমরে যাবো
ফুরাতের কূল উদ্ধারিবো
পাগল মন রে
জগতে রাখিবো এ ঘোষণা রে ।।
পাগল মন রে
তোমায় রেখে গেলাম একা
হাশরের দিন হবে দেখা
বিদায় বেলা রহিলো বাসনা
এই বলিয়া রণে গেলো
কাশেম আলী শহীদ হইলো
পাগল মন রে
দুর্বিন শা কয় খোদার কী কারখানা রে ।।