দুর্বিন শাহ রচিত গান নং ২০৪

দেখো সখি তোরা গো
কি আনন্দ শ্যামচান্দের ঘরে
চলো তোরা যাবো মোরা বন্ধু দেখিবারে ।।
সব সখি যাওগো চলে ফুল তুলিবারে
ফুল তুলিয়া গাঁথবো মালা দিবো বন্ধের গলে ।।
সব সখি যাও গো চলে বন্ধু দেখিবারে
নাচিয়া নাচিয়া যাবো বন্ধুয়ার হুজুরে ।।
দুর্বিন শা কয় ধ্বনি শুনিলাম শ্রবণে
নবরঙ্গে বাজনা বাজে আরও বাজে নেপুরে ।।