দেহরাজ্য নষ্ট হইলো
কুশাসন আর অত্যাচারে
মন্ত্রীসভা ভালো নয়
যাহা ইচ্ছা তাই করে ।।
জিলা মহকুমা
থানা আদালত তরে
ফৌজদারী হাকিমগণে
করে বিচার আইন অনুসারে
অপরাধীর নাই ছাড়াছাড়ি
আটক রাখে জেলের ঘরে
দেহরাজ্য নষ্ট হইলো
কুশাসন আর অত্যাচারে ।।
আঠারো মোকাম
দেহে চোদ্দো ভুবন রয়
নিমিষেতে ঘরের মানুষ
সকল খবর লয়
সাগর গিরি নদ নদী বয়
চন্দ্র সূর্য আকাশ ঘুরে
দেহরাজ্য নষ্ট হইলো
কুশাসন আর অত্যাচারে ।।
মগজেরই উর্ধ্বভাগে
রাজার হয় বসতি
নাভির নীচে আছে জানো
প্রজাদের স্মৃতি
নাসিকাতে পবন মন্ত্রী
চলাফেরা সদায় করে
দেহরাজ্য নষ্ট হইলো
কুশাসন আর অত্যাচারে ।।
মনরাজার সঙ্গের সঙ্গী
দুইটি রাণী হয়
সুমতি কুমতি নামে
ডাইনে বামে রয়
পুলিশেরা পাহারা দেয়
রাজমহী সুমতিরে
দেহরাজ্য নষ্ট হইলো
কুশাসন আর অত্যাচারে ।।
শ্রদ্ধা ভক্তি জ্ঞান তার
সুমতি ভাবে মরা
কাম ক্রোধ লোভ ছয়টা
পাকে পাকে ঘুরে
কুমতি রাণীর যন্ত্রণাতে
দেশ নষ্ট হয় অত্যাচারে
দেহরাজ্য নষ্ট হইলো
কুশাসন আর অত্যাচারে ।।
কুবুদ্ধি কুমতি আর
কুচিন্তারে লইয়া
সর্বদা হয় আলোচনা
একত্রে বসিয়া
নিজের বুচকি ভরতে গিয়া
সবাই ব্যাস্ত একেবারে
দেহরাজ্য নষ্ট হইলো
কুশাসন আর অত্যাচারে ।।
হৃদয় সিংহাসনে আছে
কর্তার বাসস্থান
সে যদি হয় শক্ত চোরা
আইনের কি হয় বিধান
নষ্ট তুষ্ট নাই তার কষ্ট
এভাবে চললো জনম ভরে
দেহরাজ্য নষ্ট হইলো
কুশাসন আর অত্যাচারে ।।
দেহরাজ্যের শান্তিরক্ষা
করিবার দায়
চব্বিশজন দারোগা আছে
আঠারো থানায়
শাসন বৃত্ত হাতে নিয়া
দিবানিশি ঘুরে ফিরে
দেহরাজ্য নষ্ট হইলো
কুশাসন আর অত্যাচারে ।।
ফন্দিবাজি চুরি শিক্ষায়
ভিক্ষা করায় শেষে
কায়দাকানুন সব শিখিয়া
ভূয়া হইলাম শেষে
দুর্বিন শা কয় হেসে হেসে
লুট করে রাজভাণ্ডারে
দেহরাজ্য নষ্ট হইলো
কুশাসন আর অত্যাচারে ।।