দুর্বিন শাহ রচিত গান নং ১২৪

দেহজমি পতিত রইলো
আবাদ করলে না
খাসমহলে খাজনা বাকী
উসুল কেন দিলে না ।।
মন রে
দেহবাংলার জমিদারী
কার বা না হয় জোতদারী
খাজনা দিয়া চুক্তি চাষের
মুক্তি কেন নিলে না
চেক ফারগ নাই খালি পাট্টা
লাগবে রে তোর বিষম লেঠা
আসবে যেদিন পেয়াদা বেটা
তোমায় থইয়া যাবে না ।।
মন রে
সিভিল কোর্টে হলো নালিশ
আসিলো সমনের পুলিশ
পাইয়া রে সরকারী নোটিশ
কেন হাজির হলো না
একতরফা ডিক্রি হলে
ফৌজদারীতে নথি দিলে
উচ্ছেদ করবে আইনের বলে
ঘরে থাকিতে পারবে না ।।
মন রে
ওয়ারেন্টে নিবে ধরিয়া
এস ডি ও সাহেবের কোর্টে নিয়া
দিবে সে হাজির করিয়া
সাক্ষী দিবে দুইজনা
জমিতে লেগেছে জঙ্গল
কী দিয়া দেখাবি দখল
হাতে নাই টাকার সম্বল
উকিল মোক্তার মিলিবে না ।।
মন রে
সময় থাকতে কথা ধরো
দেহজমি আবাদ করো
ছয় বলদে হাল জোড়
নামের বীজ তায় লাগাও না
সত্য ভক্তি প্রেম দ্বারা
চারিদিকে দেও গো বেড়া
ফসল পাবে পুরা পুরা
ভাণ্ডারে ভরবে সোনা ।।
মন রে
শুনেছি মোর নূর নবী
দোজাহানে যাহার খুবি
সময় থাকতে তাহার সনে
করো দেখাশোনা
তিনি যদি কৃপা করে
উদ্ধারিয়া নিবে তোরে
দুর্বিন শা কয় তা নাহলে
আর তো উপায় দেখি না ।।