দুর্বিন শাহ রচিত গান নং ৫১

চন্দ্র সূর্য মলিন হলো
সারেজাহান কেঁদে উঠলো
যেদিন নবী ছাড়িলেন সংসার ।।
আছাহাবগণ হয়ে বেহাল
বলেন, কোথায় হযরত বিল্লাল
আজান দাও মিনারার উপর
শুনিলে আজানের ধ্বনি
আসবেন খোদার দোস্ত যিনি
তাপিত প্রাণ জুড়াইবে সবার ।।
শুনিয়া নবীজির ওফাত
সকলে করে অশ্রুপাত
বুকে আঘাত লাগে ফাতেমার
হুর গেলেমান জ্বীন ইনসান
সকলই হলো পেরেশান
হাসান হুসেন কান্দে জারেজার ।।
আসমান জমিন গ্রহ তারা
জীবজন্তু পশু পক্ষীরা
শুনে তারা হইলো বেকরার
বলে পাগল দুর্বিন শায়
নবীর দুঃখ রয় কলিজায়
নয়ন জলে ভাসি অনিবার ।।