চল হস্তী ধরা ও মন
চল হস্তী ধরা
কাম হস্তী হইয়াছে পাগল
যারে ধরে করে সারা ।।
একটা বড়ো কঠিন হস্তী
যখন তার উঠে মস্তি
কত লোকের করে ক্ষতি
যায়না সাধন করা ।।
মানুষ দেখলে নেয় সে ধারে
দিয়া চোখ ইশারা
শত লোক ভক্ষণ করিলো
তবু উদর যায় না ভরা ।।
হস্তীর গলে দিলে রশি
যায় চলে অনেক সাহসী
বল হারিয়ে কাঁদে বসি
জিতে হইয়া মরা ।।
কত মাহুত হস্তীর আশে
দিতেছে পাহারা
কত বাঁচে কত মরে
যায় না তাহার নির্ণয় করা ।।
কামনগরে হস্তীর খাদা
যত হস্তী সবাই সাদা
হেকমতে রইয়াছে বাঁধা
প্রেমের শিকল পরা ।।
অতি শক্ত চুম্বক আছে
হস্তীর মুখে ধরা
টান দিয়ে সে গ্রাস করে লয়
ধারে কাছে যায় গো যারা ।।
হলো দেশের এ কী দশা
ঘরে ঘরে হস্তীর বাসা
বলে পাগল এ দুর্বিন শা
ভেবে হলাম সারা ।।
যদি হস্তী মারতে চাও
শুন বলি মন তোরা
প্রেমের জাল রাস্তায় পাতিয়া
দিবানিশি দেও পাহারা ।।