ছাড়িয়া যাইয়ো না বন্ধু রে
ও বন্ধু আমায় পাশরিয়া
তুমি গেলে আমি দাসী
মরিবো ঝুরিয়া, বন্ধু রে ।।
শতকোটি আরাধনায় রে
ও বন্ধু পাইয়াছি তোমারে
কেমনে ছাড়িয়া যাবে
অবলা দাসীরে বন্ধু রে ।।
দুঃখিনী কাঙালও জাইনা রে
ও বন্ধু যদি যাও ছাড়িয়া
চরণে নূপুর হইয়া
রাখিবো বান্ধিয়া বন্ধু রে ।।
চরণের নূপুর হইলে রে
ও বন্ধু যদি দুঃখ পাও
চরণতলে পড়ে রবো
বুকে রাখো পাও বন্ধু রে ।।
আমার মনে যেই বাসনারে
ও বন্ধু সকলই তোর জানা
দুর্বিন শা তোর চিরদাসী
বিনা মূল্যের কিনা বন্ধু রে ।।