দুর্বিন শাহ রচিত গান নং ২৫৩

বুক চিরে দুখ কারে বা দেখাবো
কোথায় যাবো
বুক চিরে দুখ কারে বা দেখাবো
যে দুঃখ অন্তরায় গাথা
বন্ধু বিনে বলবো কোথা
প্রেমের আগুন কি দিয়া নিভাবো ।।
বন্ধু রইলো দূরদেশে
আমি কাদি আসার আশে
সে আশা মোর আর কবে মিটিবো
আসবে বলে প্রাণের কালা
বিনা সুতে গাথি মালা
মালা বাসি হলে কার গলে পরাবো ।।
নিকটে আসিলো শমন
কবে জানি হবে মরণ
বলো সখি কী উপায় করি গো
সখি গো মথুরায় যাইয়া
এ সংবাদ আসো জানিয়া
মরণকালে চরণ নি পাইবো ।।
যদি না দেখিয়া যাই মরিয়া
তমাল ডালে বেন্ধে নিও
যেদিন বন্ধু এ দেশে আসিবো
সকলে দেখাইয়ো নিয়া
দুর্বিন শা গেছে মরিয়া
যার মরা সে নয়নে দেখিবো ।।