বুক ভরা দুঃখ অন্তরায় রহিলো
কী হলো কী হলো গো
বুক ভরা দুঃখ অন্তরায় রহিলো ।।
কাটা ঘায়ে লবন ছিটা বন্ধে দিয়া গেলো
আমায় ছেড়ে প্রাণবন্ধে কারে পাইলো ভালো ।।
না জানি কী দুঃখ পাইয়া আমায় পাশরিলো
রাস্তাঘাট কোনোক্রমে দেখা যদি হলো ।।
ডাক দিলে নয়নটা ফিরায় মুখটা করে কালো
পানি দিতে আগুন জ্বলে কী করি গো বলো
দুর্বিন শা কয় সব ছাড়িয়া মরণ মঙ্গলও ।।