বুক ভরা দুঃখ লইয়া
আমি কতদিন থাকি দুঃখ সইয়া ।।
কালা রে
তোর প্রেমশেল আমার বুকে
ইহজনম গেলো দুঃখে
বুক চিরে দুঃখ কারে
যাই দেখাইয়া
বাশির মতো হলে বুক
তোমারে দেখাইতাম দুঃখ রে
থাকতাম সুখে দুঃখ পাশরিয়া ।।
কালা রে
ধরলো যেদিন প্রেমজ্বরে
দেখিলো কত ডাক্তারে
কাজ দিলো না
ইনজেকশন করাইয়া
দূর হলোনা প্রেমব্যাধি
বিধি বুঝি হলো বাদী রে
কবে প্রাণী যাবে দেহ থইয়া ।।
কালা রে
ইন্দ্রিয় হলো মলিন
হইয়াছি রিপুর অধীন
যমে ডাকে
কাছেতে বসিয়া
আর আশা নাই, কাছে মরণ
দিও তোমার দুটি চরণ রে
এ দুর্বিন শা যেদিন যায় মরিয়া ।।