ব্রজের কথা স্মরণ হইলো
উদ্ধব সখা, ব্রজে চলো
ব্রজেশ্বরী, রাই কিশোরী
বাচে কি প্রাণ মরিলো ।।
উদ্ধব রে
বহুদিন হয় ব্রজ ছাড়া
আসিয়া সাধের মথুরা
ব্রজের জানি কি দশা ঘটিলো
কৃষ্ণহারা হইয়া রাধে
উন্মাদিনী প্রায় সাজিলো ।।
উদ্ধব রে
বিরজার কুঞ্জ দ্বারে
শাপিলে শ্রী রাধারে
শ্রীধামে তাই অভিশাপ যে দিলো
ভক্তের বাঞ্ছা পুরাইতে
রাধার কান্দন সার হইলো ।।
উদ্ধব রে
বান্ধা রাধার প্রেমঋণে
সেই ঋণ শুধি কেমনে
সে জন্য প্রাণ কাদিতে লাগিলো
যা হবার তা ভাগ্যফলে
দুর্বিন শা কয় যাওয়া ভালো ।।