বরগুজিদা নবী পরে
ভেজো রে দুরুদ সালাম
হুকুম রব্বের লহো কলম
নামের পাছে লেখলো যাহার নাম ।।
আলিফেতে ছিলেন একা
লামে মিশে হলেন বাঁকা
মীমেতে লাগাইয়া মায়া
কতই ভাবে পড়ছেন কালাম ।।
আপনারই আশেকেতে
আয়না বানায় কুদরতে
মুশাহিদা জালালীতে
নিকালিল ময়ূরের ঘাম ।।
ময়ূর রুপে ছিলেন সাজ
হযরত আলী শিরের তাজ
গলের হার ফাতেমা বিবি
কানের বালি দুই ইমাম ।।
সিলেট জেলার ভিতরে
পোস্ট অফিস ছাতক বাজারে
দুর্বিন টিলা মোকাম ধরে
দু্বিন শা হয় আমার নাম ।।