বনের কোকিল রে
তুমি ডালেতে বসিয়া
কুহু কুহু স্বরে তুমি
কারে কও ডাকিয়া ।।
কোকিল রে
পিরিতি বাড়াইয়া বন্ধু
গেলো পরবাসে
আসার পথে চাইয়া থাকি
ফিরিয়া না আসে
তুমি যদি জানো কোকিল
আমারে দাও কইয়া
কার কুঞ্জে ভুলিয়া রইলো
বন্ধু বিনোদিয়া ।।
কোকিল রে
প্রেমের আগুন জ্বলে দ্বিগুন
ওই না ফাল্গুন মাসে
ঢেউ খেলে যৌবন সাগরে
বসন্ত বাতাসে
নাই রে দেশে পরবাসে
শ্যামনাগর কালিয়া
আর কত রাখিবো যৌবন
লোকের বৈরী হইয়া ।।
কোকিল রে
নতুন পিরিতে বন্ধে
দিয়াছিলো আশা
দেশ ছেড়ে বিদেশী হইলো
রইলো ভালোবাসা
বন্ধের কাছে যাও রে কোকিল
শূণ্যে উড়া দিয়া
দুর্বিন শারই মরণ সংবাদ
আসিও জানাইয়া ।।