বন্ধুর দেশের নাইয়া রে
বন্ধুর দেশের নাইয়া
বাদাম দিয়া হাইল ধরেছো
কোন দেশে যাও বাইয়া রে ।।
কেদে কাটাই সারাবেলা
উজান বাকে চাইয়া
কলসি ভরি নয়নজলে
কাদিয়া কাদিয়া রে ।।
নীলাকাশে মেঘের ছায়ায়
পরাণখানি ঢাকা
ঢেউয়ের কোণে চাদের আলোয়
দেখি নয়ন বাকা রে ।।
ঢল ঢল করে আখি
আর কতদিন চাইয়া থাকি
রুপের আলো দিলো ঢাকা
কাল ঢেউ আসিয়া রে ।।
নীল যমুনায় উঠলো লহর
দেখে কাদে হিয়া
মাঝির বেশে বন্ধু আমার
যাও ভাটি দিয়া রে ।।
দুর্বিন শা কয়
মনে হলে নৌকা ভিড়াইয়া
দেখা দিও তুমি আমায়
যাইও দেখি বন্ধুর দেশের নাইয়া রে ।।