দুর্বিন শাহ রচিত গান নং ১৮৮

বন্ধু তো আইলো না গো সখি
দিয়া গেলো ফাঁকি
আইজ আসবে কাল আসবে বলে
আশায় চাইয়া থাকি গো সখি ।।
রঙ্গও গেলো রুপও গেলো
গেলো দুইটা আঁখি
প্রাণপাখি উড়ে যেতে চায়
ধরে কেমনে রাখি গো সখি ।।
শয্যাগত হইলো দেহপ্রাণ
যাওয়াটা বাকী
ডাকিলে শোনেনা বন্ধে
তবু তারে ডাকি গো সখি ।।
অন্তিমকালে কয় দুর্বিন শা
সবই রইও সাক্ষী
শেষ বিচারে পাইলে দেখা
বুঝিবো চালাকি গো সখি ।।