দুর্বিন শাহ রচিত গান নং ২৩০

বন্ধু রে, আমারে ভুলিয়া
গেলে পাশরিয়া
মনপ্রাণ যৌবন দিলাম
তোমারে আপন জানিয়া ।।
বন্ধু রে
পাড়ার পড়শী যত
আমায় মন্দ বলে কত
মর্মাহত তোমার লাগিয়া
আমি নারী কুলবালা
সোনার অঙ্গ হইলো কালা
জ্বলিয়া পুড়িয়া ।।
বন্ধু রে
ফুটেছে যৌবনের গন্ধ
রাখা যায়না করে বন্ধ
লোকের মন্দ কত থাকি সইয়া
ভরা যৌবন লইয়া বুকে
জ্বলে মরি মনোদুঃখে
তোমায় হারা হইয়া ।।
বন্ধু রে
বিরহ বিচ্ছেদ অনলে
অভাগিনীর অঙ্গ জ্বলে
কারে দেখাই পোড়া বুক ছিড়িয়া
দুর্বিন শা কয় সহিতে নারি
আর কত দিন ধৈর্য্য ধরি
বুক ভরা দুঃখ লইয়া ।।