বন্ধু পরদেশী রে, দূর বিদেশে ঘর
পিরিতি বাড়াইয়া গেলে, নিলে না খবর ।।
বন্ধু রে
জানিনা পিরিতির রীতি, কী আছে তোর মনে
তোমারও পিরিতের বিষে, অন্তর কাটে ঘুনে
বিরহ বিচ্ছেদ অনলে, হিয়া ঝরঝর
মনে হয় কেউ আপন আছে, আমি তোমার পর ।।
বন্ধু রে
যে নারীর বন্ধু ঘরে, কতই না আনন্দ
তুই বন্ধু বিদেশে রইলে, আমার কপাল মন্দ
রইতে কাছে রাখতাম বুকে, জুড়াইতাম অন্তর
সামনে বসাইয়া তোমায়, করিতাম আদর ।।
বন্ধু রে
কোন বা দেশে থাকো, একবার স্বপনে না দেখি
নয়নের জল কালি করে, কতই চিঠি লিখি
আগে যদি জানতাম তুমি নিদয়া পামর
প্রেম করতো না এ দুর্বিন শা, রইতো একাসর ।।