দুর্বিন শাহ রচিত গান নং ২৮৯

বন্ধু নিবেদি চরণে
ভিন্ন যদি ভাসো
আমি মরিবো পরানে
জন্ম মৃত্যূ জরা ব্যাধি
সব তোমার অধীনে ।।
বন্ধু রে
দুনিয়া কঠিন ঠাই
তুই ছাড়া দরদী নাই
মান কুলমান সব দিলাম চরণে
তুমি বন্ধু অন্তর্যামী
বাসনা কী বলবো আমি
ও রাখো মারো, যা লয় তোমার মনে ।।
বন্ধুয়া রে
রহিম রহমান নাম
রহম করা তোমার কাম
উদ্ধারিলে কত শত জনে
নূহ নবী জলাকারে
মাছের পেটে ইউনুসেরে
ইব্রাহিমকে বাচাইলে আগুনে ।।
বন্ধুয়া রে
ইউসুফের কুয়া হইতে
উঠাই রে বণিকের হাতে
দিলে রাজ্য মিশরের আসনে
না পাইয়া ইউসুফের দেখা
কান্দিয়া পাগল জুলেখা
মিলাইলে মিশরের ময়দানে ।।
বন্ধুয়া রে
মজনু পাগল লাইলির দায়
কান্দে কত জঙ্গলায়
হইলো দেখা লাইলিরও মরণে
তোমার নামটি রহমতুল্লাহ বলে
দুর্বিন শা পাগেলা
দিও দেখা সঙ্কট নিদানে ।।