বন্ধু আইও আইও
আইও আমার বাড়ি বন্ধু
আইও আইও ।
আইও বন্ধু আইও বন্ধু
আইও আমার বাড়ি
বন্ধু আইও আইও ।।
আমার বাড়ি আইও বন্ধু
নূপুর হাতে লইয়া
ঘরে বাদী কাল ননদী
থাকে কান পাতিয়া ।।
আসো যদি আমার বাড়ি
পালঙ্কে শুয়াইয়া
পান খাওয়াবো গান শুনাবো
দুঃখ ব্যাথা লইয়া ।।
থাকো যদি আমার বাড়ি
অবলা জানিয়া
চোখ জুড়াবো বুক জুড়াবো
চান্দমুখ দেখিয়া ।।
খাইতে দিবো চিড়া মুড়ি
আমন ধানের খই
গাছের পাকা শবরী কলা
ঘরের চাক্কা দই ।।
আর তোমায় দিবো না ছেড়ে
যদি প্রাণ যায়
কুল কলঙ্কের ভয় রাখি না
বলে দুর্বিন শায় ।।