বন্ধে কেন করে গো এমন
ভাব দেইখা বাঁচি না ।
বন্ধু থাকে পরার বাড়ি
ঠেকছি হইয়া নারী
বুক ফেটে যায়
আমার মুখ ফোটে না ।।
দারুণ বৈশাখ মাসে
বন্ধু গেলো বিদেশে
জ্যৈষ্ঠ মাস চলে গেলো
ফিরে এলো না ।
আসিলো আষাঢ়
খালে বিলে জোয়ার
যৌবন নদীতে আর
বাঁধ মানে না ।।
শ্রাবণে বরিষায়
বাড়ির আঙিনায়
কত নাইওরি পাল উড়াইয়া
করে আনাগোনা ।
ভাদ্র আশ্বিনে
শরতে চাঁদ গগনে
অবলা নারীর প্রাণে
ধৈর্য্য ধরে না ।।
কার্তিক মাসে জলের টান
অগ্রহায়নে পাকে ধান
পৌষ মাস শীত আসিলো
দিতে যাতনা ।
মাঘ মাসিয়া শীতে
ও সই একা বিছানাতে
বন্ধু নাই সাথে
ঘুমে ধরে না ।।
বসন্ত ফাল্গুনে
যৌবন কাননে
ফুল ফুটিলো সই গো
অলি বসে না ।
সামনে চৈত্র মাস
দুর্বিন শার সর্বনাশ
শমন আসিলো দ্বারে
বন্ধু এলো না ।।