দুর্বিন শাহ রচিত গান নং ৬৮

বিপদ ভঞ্জন মধুসূদন তুমি মুর্শীদ দয়াময়
বিপদে তরাইয়া লইয়ো যদি মনে লয় ।।
নামটি সত্য সার, মুর্শীদ নামটি সত্য সার
নাম স্মরণে বিপদ নাশে ঘুচে অন্ধকার
নামের জলে পাষাণ গলে দিয়াছো তার পরিচয় ।।
ইচ্ছার উপর ভার, তোমার ইচ্ছার উপর ভার
মনে লয় ডুবাইয়া মারো নইলে করো পার
নাম লইয়া দিয়াছি সাঁতার, অকূলে পাইতে আশ্রয় ।।
ভক্তির বাদাম দিয়া, মুর্শীদ ভক্তির বাদাম দিয়া
কতই জনা পার হইয়া যায় নামের সারি গাইয়া
দুর্বিন শা রইলো চাইয়া নাম শুনে ভরসা হয় ।।