বিনা দোষে দোষী রে শ্যাম
তুমি বানাইলে আমারে
শ্যাম আইলা না আইলা না রে ।।
আজ যাবে কাল আসবে বলে গিয়াছো চলিয়া
আসার আশে বসে রইলাম আমি পন্থ পানে চাইয়া
ও শ্যাম না জানি কার সঙ্গ পাইয়া আমায় স্মরণ করলে না ।।
প্রেমাগুনে জ্বলছে আগুন সেই আগুন নিভে না
তুমি বিনে মনের আগুন কে নিভাই বলো না
ও শ্যাম অসারের জীবনও আমায় ভাটা দিলে ফিরে না ।।
আমার মরণকালে দিও বন্ধুর নাম শুনাইয়া
তমাল ডালে বেধে রাইখো দুর্বিন শারে নিয়া
অভাগিনীর বন্ধু বিনে কলঙ্ক দূর হইলো না ।।