দুর্বিন শাহ রচিত গান নং ২৬৬

বিনা দোষে দোষী রে শ্যাম
তুমি বানাইলে আমারে
শ্যাম আইলা না আইলা না রে ।।
আজ যাবে কাল আসবে বলে গিয়াছো চলিয়া
আসার আশে বসে রইলাম আমি পন্থ পানে চাইয়া
ও শ্যাম না জানি কার সঙ্গ পাইয়া আমায় স্মরণ করলে না ।।
প্রেমাগুনে জ্বলছে আগুন সেই আগুন নিভে না
তুমি বিনে মনের আগুন কে নিভাই বলো না
ও শ্যাম অসারের জীবনও আমায় ভাটা দিলে ফিরে না ।।
আমার মরণকালে দিও বন্ধুর নাম শুনাইয়া
তমাল ডালে বেধে রাইখো দুর্বিন শারে নিয়া
অভাগিনীর বন্ধু বিনে কলঙ্ক দূর হইলো না ।।