বিদেশী পুরুষ হায়রে তুলে কত জোশ
গান গাইয়া যাও রে ।।
মধুর সুরে পাগলও করিলে তুই আমারে রে বিদেশী
আমি পরবাসী আর কতদিন থাকি পরের ঘরে ।।
পরের যাতনা আমি সইতে পারিনা
কেমনে রহিবো ধৈর্য্য ধরে ।।
বসে পাকশালায় কাদি ধুমারই জ্বালায়
বুক ভেসে যায় নয়ন নিরে ।।
হঠাত শুনি ও তোর বাশির ধ্বনি
নাম ধরিয়া ডাক দাসীরে ।।
খবরটা যাও লইয়া মাঝি ঘাটে নাও ভিড়াইয়া
নইলে আমারে নেও সঙ্গী করে ।।
বলে দুর্বিন শা আমি করি তোর আশা
বেধেছে বাসা নদীর পাড়ে রে পাগলও করিলে তুই আমারে ।।