ভুলে পড়ে জগৎ ঘোরে
তার পিছনে আমিও ঘুরি
আমার বাপ দাদায় যা কইরা গেছেন
তা না করলে প্রাণে মরি ।।
আত্মায় রাসুল আশরাফুল ইমাম
নবীজি হাদীসে কয়
পরম আত্মার অর্ধেক অংশ
সেইটা কি পানিতে রয়
অজুতে চার ফরজ আছে
যে জাইনাছে তার অজু হইয়াছে
না চিনিলে মিছে জন্ম
মিছে ভবে ঘোরাঘুরি
ভুলে পরে জগৎ ঘোরে
তার পিছনে আমিও ঘুরি ।।
নামাজিরা নামাজ পড়ে
দিনে রাত্রে পাঁচ বেলায়
নামাজ পড়িলে নাকি
খোদার দিদার পাওয়া যায়
আশা করি পড়বো নামাজ
মনে জাগে সংসারী কাজ
বাইরে দেখাই মুসল্লি সাজ
ভিতরে তার ছল চাতুরী
ভুলে পড়ে জগৎ ঘোরে
তার পিছনে আমিও ঘুরি ।।
দিনের বেলায় রোজা রাখি
সামনে নিয়া ইফতারি
ডুবলো বেলা সন্ধ্যাবেলা
সকলই ইফতার করি
রোজা হয়না রাত্র বেলায়
মন তখন ইফতার করতে চায়
কী হবে তোর দিনের রোজায়
আসল রোজার মাথায় বাড়ি
ভুলে পড়ে জগৎ ঘোরে
তার পিছনে আমিও ঘুরি ।।
বেহেস্তেরই লোভ দেখাইয়া
এবাদত করিলা সাঁই
তোমার বেহেস্তে তুমি থাকো
আমার বেহেস্তের দরকার নাই
ছিলাম যখন বেহেস্তপুরী
করলে কত ছল চাতুরী
বানাইয়া সুন্দর নারী
তারি দোষে বেহেস্ত ছাড়ি
ভুলে পড়ে জগৎ ঘোরে
তার পিছনে আমিও ঘুরি ।।