দুর্বিন শাহ রচিত গান নং ৮৯

ভবে আন্ধা ধুন্ধার মেলা
কানায় কালে গালাগালি
বোবায় খাইলো রসগোল্লা ।।
লাগছে ব্যাপার ভবের কারবার
রঙ্গ রসের খেলা
যার তার ভাবে মত্ত হইয়া
করিতেছে প্রেমের লীলা ।।
কানায় মারে কালকে লাথি
কালে ধরে গলা
বোবায় যে আনন্দে বসে
রঙ্গরসে বাজায় বেহালা ।।
তিনজনে একত্রে বসে
করিতেছে তেতালা
দুর্বিন শা তার ভাবে মিশে
গলে নিলো কলঙ্কের ডালা ।।