দুর্বিন শাহ রচিত গান নং ৬৪

ভাঙা তরী, নাই কান্ডারী রে
কান্দি ঘাটে বইয়া
উজান হাওয়া
কেমনে যাবো বাইয়া রে ।।
দক্ষিণা বাতাসে
নদীর উঠিছে লহর
নিয়াশে পড়িলো মারা
কত সওদাগর রে ।।
কূল নাই কিনারা নাই
নাই রে নদীর তলা
সঙ্গী নাই মোর নদীর পাড়ে
কান্দি সন্ধ্যাবেলা রে ।।
সঙ্গী ছয়জন বড়ো কুজন
আমায় গেলো ছাড়ি
ধন রত্ন সব লুটে নিলো
মদনা চোরায় পাইয়া রে ।।
আকাশে মেঘেরই সাঝ
প্রাণ কান্দে ডরে
মাঝ রাইতে ডাকাইতের ভয়
ধরে কালো কুম্ভীরে ।।
দুর্বিন শার নাই ভরসা
দয়াল মুর্শিদ বিনে রে
বিপদে বাঁচাইতে পারে
তাহার নিজ গুণে রে ।।