দুর্বিন শাহ রচিত গান নং ৬১

বেলা গেলো সন্ধ্যা হলো
আর কি বাকী আছে বলো
কার বা আশে রইয়াছো বসিয়া রে ।।
পাগল মন রে
আগবাজারে আইলো যারা
বেপার করিলো তারা
ভরলো নৌকা হীরা মুক্তা দিয়া
শেষ বাজারে দোকান খুলে
হারাইলাম লাভে মূলে
পাগল মন রে
মহাজন বুঝাবো কি করিয়া রে ।।
পাগল মন রে
পুঁজি ছিলো ষোলো আনা
বেপার করিতে দুনা
এসেছিলাম সঙ্গী ছয়জন লইয়া
কাম কামিনীর ফেরে পড়ে
নাও ভিড়াইলাম মদনপুরে
পাগল মন রে
সোনা নিলো সীসা বদল দিয়া রে ।।
পাগল মন রে
আকাশে ডুবিলো বেলা
সঙ্গে ছয়টা চোরশালা
সন্ধ্যা বেলা আমায় গেলো থইয়া
বিপদে মুর্শীদ ভরসা
বলে পাগল দুর্বিন শা
পাগল মন রে
দয়া হইলে নিবে উদ্ধারিয়া রে ।।