দুর্বিন শাহ রচিত গান নং ১৯৮

বাঁশির ডাক শুনিলাম কর্ণে
বাঁশি কোন বনে বাজায়
বিজলী চমকায়
প্রাণ উড়ে যায় বাঁশির গানে ।।
যাও সখিগণ করো জিজ্ঞাসন
নাম ধরিয়া বাঁশি বাজায় কেনে
নিষেধ মানেনা কালিয়ার সোনা
বাজায় বীণা গহীন বনে ।।
নিষ্ঠুর শ্যামের বাঁশি করিলো উদাসী
সদায় বাজায় ঘরের কোণে
প্রাণে হুতাসন পাগলেরই মতন
ভুলিলো নয়ন কাজল বরণে ।।
চাঁদেরই কিরণ বিজলী নয়ন
চঞ্চল প্রাণে ধৈর্য্য না মানে
ধরে কেমনে রাখি শ্যাম সুখপাখি
চলো গো সখি সেই কাননে ।।
অপরুপ চঞ্চলও এসে দেখা দিলো
অবলা দুঃখিনী বধিলো প্রাণে
বলে দুর্বিন শা মিটলো না আশা
রইলো ভাবনা আমারই প্রাণে ।।