বাংলার পতাকা আমার বাংলার পতাকা
সবুজের মধ্যে সূর্য শহীদের খুনে মাখা ।।
ত্রিশ লক্ষ প্রাণ বিসর্জনে তোমায় করিলো উত্তোলন
বীর সেনানী শহীদ গাজী উল্লাসিত সর্বক্ষণ
দিয়াছি প্রাণ আরও দিবো চাই তোমায় কায়েম রাখা ।।
দেখিবে বিশ্ববাসী বাংলার আকাশে
স্বাধীনতার স্বর্ণশাখা উড়েছে বাতাসে
দোয়েল কোকিল গাইছে গান আকাশে মেলিয়া পাখা ।।
অন্যায়ের মেঘ আসিতে আকাশ যদি কালো হয়
নিয়াছি সত্য শপথ রাখিনা কোনো ভয়
পল্লিকবি দুর্বিন শার হৃদয়ে তোমার ছবি আছে আকা ।।