বাংলা হলো হলো রে স্বাধীন, পুরলো মনসাধ
বিশ্বে এলো নতুন বাণী নতুন মুজিববাদ ।।
রক্ত দিলাম স্বাধীন পাইলাম দায়িত্ব রয় সম্মুখে
সোনার বাংলা গড়বো মোরা বাসনা রাখি বুকেতে
দুদিন পরে দেখবো চউখে হইয়াছি আজাদ ।।
বাংলার মাটি বড়ো খাটি বিশ্বে নাই তুলনা
যত্ন নিলে রত্ন ফলে সকলের আছে জানা
সোনার বাংলায় ফলে সোনা রইয়াছে প্রবাদ ।।
মুজিববাদের ভালো নীতি সকলে তা জানে না
সকলের সমান অধিকার ভেদাভেদ রবে না
গরীব দুঃখি চাষি মজুর পাইলো সুসংবাদ ।।
সমাজতন্ত্র গণতন্ত্র সঙ্গে জাতীয়তাবাদ
ধর্ম নিরপেক্ষ নীতি নাইরে তাতে বৈষম্যবাদ
দুর্বিন শা কয় জাতির জয় জানাই ধন্যবাদ ।।