দুর্বিন শাহ রচিত গান নং ৭২

বাগদাদে লভিলা জন্ম পীরানেরই পীর
খান্দানে রাসুল যিনি পীরের দস্তগীর ।।
যার কাঁধে পা দিয়া, মেহেরাজে গেলেন নবী
বোরাখ ছড়িয়া, তাই তো সেরা আউলিয়া ।
অজু ছাড়া নামটি নিলে, কাটা যাইতো শির ।।
যার সেরা কেরামত, গর্ভে থেকে ধরেছিলেন
বাঘেরই সুরত, বাঁচাইলেন মায়েরই ইজ্জত ।
পদাঘাতে ধ্বংস হলো দুর্দান্ত ফকীর ।।
মায়ের গর্ভে থাকিয়া, হাফেজ হলেন চৌদ্দ পারা
কোরাণ শিখিয়া মায়ের মুখে শুনিয়া ।
কবরে রাখিলা বন্ধ নেনকির আর মনকির ।।
বাবার কাদেরী কেতাব, বাগদাদেতে মাফ করাইলা
মুরদার ঘোর আজাব, তারা হলো বেহিসাব ।
সেই চরণে এ দুর্বিন শা, আছি নতশির ।।