আয় রে গোষ্ঠে যাবেনি কানাই
হাম্বা হাম্বা করে ধেনু
কর্ণেতে শুনিতে পাই ।।
হাম্বা হাম্বা করে ধেনু
বলাই দাদায় বাজায় বেণু রে
শোনো বলি রে প্রাণের কানু
সেজে চলো শীঘ্র যাই ।।
শোনো গো মা নন্দরাণী
সাজাইয়া দেও নীলমণি গো
খাওয়াইয়া দে ক্ষীর ননী
গোষ্ঠে যাবে দুইটি ভাই ।।
দুইটি ভাই কৃষ্ণ বলরাম
সদায় করে গোষ্ঠের কাম গো
সঙ্গের সখা শ্রীদাম সুদাম
অরণ্যে খেলা খেলাই ।।
বনে থাকো বনমালী
রাখালের রাজা বলি রে
দুর্বিন শা কয় কৃষ্ণ কালী
অঙ্গেতে অঙ্গ মিশাই ।।