দুর্বিন শাহ রচিত গান নং ১০২

আয় কে যাবে মারফতের বাজারও
ও কথা ধরো
আয় কে যাবে মারফতের বাজারও ।।
ঈমানের নাও সাজাইয়া
তরিকতে লাগাও ছইয়া
হকিকতে জিনিস বোঝাই করো
শরীয়তপুরের লম্বা বাঁকে
নৌকা ছাড়ো অনুরাগে
দমে দমে মুর্শীদ নামটি স্মরণ করো ।।
ভক্তের ডুরি হাতে লইয়া
বরজকে ধ্যান ঠিক রাখিয়া
লাগাও যাইয়া ত্রিবেণীয়ার পার
ত্রিবেণীয়ার পারে বাজার
শতে শতে জোটে পাইকার
তাদের হাতে জিনিস বিক্রী করো ।।
মেয়েরুপী মহাজন
বাজারে আছে তিনজন
জিনিস বিকায় মুর্শীদের বাজার
হও যদি তাদের গোমস্তা
জিনিস কিনবে বড়ই সস্তা
প্রেমের বস্তা দিয়া ভরো ।।
সঙ্গে আছে ছয়টি চোরা
লাগাল পাইলে করবে সারা
ফেলে দিবে চৌরাশির ঘোর
দুর্বিন শা কয় ওরে মন
সেই বাজারে করলে গমন
মরণের আগে যাইয়া মরো ।।
নইলে সে যাইতে পারবে না
খাটবেনা রে টাল বাহানা
মরবে নৌকা মধ্যেখান সাগরও ।।