আসবে বলে গেলো বন্ধু
কেন আইলো না
বন্ধু বিনে একা ঘরে
ভালো লাগে না ।।
বন্ধুরে আপন জানিয়া
মনপ্রাণ যৌবন
বিনামূল্যে সেই চরণে
করেছি অর্পন
রাখিয়া ধারে যৌবন দিয়া
সন্ধ্যাপূজা করিতাম তারে
আশা ছিলো অন্তরে ।
কে জানি কে রাখলো ধরে
ছেড়ে দিলো না ।।
ভালোবাসা জানে বন্ধু
মর্ম বোঝে না
নিতে জানে মনপ্রাণ
দিতে জানে না
থাকে দূর দেশান্তর
চিঠি দিলে উত্তর দেয় না
লয়না সে খবর
অতি নিদয়া অন্তর ।
ভুলিতে চাই আমি তারে
মন ভোলে না ।।
বসন্ত যৌবনকাননে
ফুটিলো কলি
শুকাইয়া যায় ফুলের মধু
বসে না অলি
জল বিহনে মীন
শুকনাতে পড়িয়া বলো
বাঁচবে কতদিন
ও তার ঘটিবে দুর্দিন ।
দুর্বিন শা এ বিচ্ছেদ জ্বালা
সইতে পারে না ।।