দুর্বিন শাহ রচিত গান নং ৩৪৪

আরে ও আমার কৃষক চাষী ভাই
বেকা লাঙল মোদের সম্বল
চলো মাঠে চলো হাল বাইতে যাই ।।
কৃষক চাষী ভাই
টিকিয়া জ্বালাও তামুক ভরো
বসে বসে খাই
মোরা বসে বসে খাই
যাইয়া মাঠে নেশার চোটে
লাঙল চালাই ।।
কৃষক চাষী ভাই
ধান ভুট্টা গেহু আটা
আরও মাসকালাই
এসব শস্য বীজ বুনিয়া
জীবন বাচাই ।।
কৃষক চাষী ভাই
ছেলে বৃদ্ধ যুবক চলো
সবে মিলে যাই
চলো সবে মিলে যাই
দুর্বিন শার নিবেদন সবারে জানাই ।।