দুর্বিন শাহ রচিত গান নং ২৪৪

আর কতদিন থাকিবো সহিয়া রে
শ্যাম কালিয়া
তোর পিরিতের পোড়া দেহ
জীবন ভরিয়া রে ।।
আমি তোমায় জেনে আপন
তোর হাতে সপিলাম যৌবন রে
সার করে আমারই কান্দন
তুই গেলে ছাড়িয়া রে ।।
তুই ছাড়া যাবো কার কাছে
দরদি কে ভবে আছে রে
যে জ্বালা আমার হইয়াছে
কারে যাই দেখাইয়া রে ।।
তোর প্রেমে হইলাম কুলটা
যে দেখে সে করে ঠাট্টা রে
জগতে রহিলো খুটা
কুলনাশী বলিয়া রে ।।
দুর্বিন শা কয় ওরে কালা
আর আমায় দিওনা জ্বালা রে
জ্বালা হইতে মরণ ভালা
দুঃখ যায় ফুরাইয়া রে ।।