দুর্বিন শাহ রচিত গান নং ৩৫২

আমরা ভুলবো না
বাংলাদেশের হত্যা নমুনা
স্মরণ হইলে পূর্বের কথা
ইতিহাসে ধরে না ।।
আমরা ছিলাম বঙ্গমাতার
বীরসেনা সিংহ সন্তান
আমাদেরই সত বুদ্ধিতে
এসেছিলো পাকিস্তান
নওয়াব স্যার সলিমুল্লা
বাঙালির অগ্রসেনা ।।
মুসলিম লীগের প্রতিষ্ঠান
তিনি দিলেন গড়িয়া
জাতির পিতা কায়েদে আজম
যোগ দিলেন তাই আসিয়া
ধর্মযুদ্ধের রক্তদানে
পাকিস্তান হয় গঠনা ।।
স্বাধীনতার জন্য
রায়ট করে হিন্দু মুসলমান
হাজার হাজার বাঙালীরা
দিয়াছিলো রক্তদান
স্বাধীণ পাইলো পাঞ্জাবী পাঠান
আমরা স্বাধীন পাইলাম না ।।
পূর্ববঙ্গে প্রধানমন্ত্রী
সাজিলেন নূরুল আমিন
গুলি করে ছাত্র মারে
ঘটাইলো দেশের দুর্দিন
বাংলা ভাষার আন্দোলনে
হইলো এই দুর্ঘটনা ।।
দুর্ভিক্ষেরই করাল ছায়া
দেশেতে নেমে আইলো
ষোলো টাকা লবনের সের
বাজারেতে বিকাইলো
একশো টাকা চাউলেরই মণ
বাজারে পাওয়া যায় না ।।
সর্বশেষে নেমে আইলো
মার্শাল ল আইয়ূব শাসন
কী সুন্দর ফন্দি আটিয়া
দেশের শোষণ
এগারো বতসর বাংলার অস্তিত্ব
আর রইলো না ।।
বড়ো বড়ো ব্যাবসায়ী হয়
পশ্চিম পাকিস্তানি
আদমজী আর দাউদ সায়গল
হারুণ আর ভাওয়ানি
একচেটিয়া ব্যাবসা করে
পাইয়াছে আমিরানা ।।
মরুভূমি বালুচর ছিলো
পশ্চিম পাকিস্তান
সেখানে আজ ফলিতেছে
তুলা ভুট্টা গম আর ধান
সোনার বাংলা হইলো শ্মশান
নয় মাস থাকে জল বন্যা ।।
ধান সরিষা আলু তামাক
পাট ইক্ষু চা পাতা
পূর্ব পাকিস্তানে ফলে
জানে সবে এ কথা
ফলাই শুধু চক্ষে দেখি
খাবার বেলায় মিলে না ।।
সোনার বাংলায় ফসল ফলে
পশ্চিম পাকিস্তানে যায়
ভাগ বাটোয়ারা করেন সেথায়
আমাদের মুরব্বীরায়
চারি অংশেরই একটা অংশ
মোদের ভাগ্যে পড়েনা ।।
বিপ্লবেরই অগ্রনায়ক
বঙ্গবন্ধু নাম নিয়া
শান্তির বাণী শুনাইলেন
মোদের কাছে আসিয়া
ছয় দফারই দাবী দিয়া
করেন শান্তি কামনা ।।
ছয় দফারই মধ্যস্থলে
আর কত দফা রয়
চিন্তা করলে পাওয়া যাবে
শুধু মুখের কথা নয়
কোরাণ সুন্নার সমর্থিত
সাম্যবাদের সূচনা ।।
গরীব দুঃখী চাষী মজুর
সবার সমান অধিকার
শেখ মুজিবের সাম্যনীতি
দেখেন কত চমতকার
দুর্বিন শা কয় ছয়টা দফা
মনেতে কেউ ভুলবেন না ।।