দুর্বিন শাহ রচিত গান নং ৩১২

আমি সুরমা নদীর নাইয়া
উজান বাকে ছাড়লাম তরী
নীল বাদাম উড়াইয়া রে
সোনার নাও পবনের বৈঠা রে ।।
জীবন নৌকার মাঝি আমি
ওই না খেওয়া ঘাটে
দিন রজনী বৈঠা টানি
এই ছিলো ললাটে রে ।।
জন্ম থেকে জ্বলছি আমি
সুরমা নদীর বুকে
নৌকা বাইয়া দিন কাটাই
কতই সুখে দুঃখে রে ।।
জ্বলছে যেজন সেই জানে
জ্বালায় কি যন্ত্রণা
দুর্বিন শারই মনের দুঃখ
অন্য কেউ জানে না রে ।।