আমি শ্যাম কলঙ্কের কলঙ্কিনী
আমি করতে বিনা অরণ্যে ভ্রমণা
কোথায় পাবো শ্যাম গুণমণি ।।
পাগলিনীর বেশে ঘুরি দেশ বিদেশে
হায় হুতাশে কাদে প্রাণী
দিলোনা দেখা নিষ্ঠুর সখা
কাদছি একা বিনোদিনী ।।
নিদ্রাতে যখন দেখেছিলাম স্বপন
কাছেতে ছিলো নীলমণি
জাগিয়া দেখি দিলো সে লুকি
কেদে কেদে পোহাই যামিনী ।।
পাইলে নিরালা ঘুচাইতাম জ্বালা
পরাইতাম গলে মালাখানি
দুর্বিন শার বাগান হইতেছে বিরান
এলোনা ভ্রমর জেনে দুঃখিনী ।।