দুর্বিন শাহ রচিত গান নং ৭৮

আমি পাপী গোনাহগার
সালাম জানাই বারেবার
নিজ গুণে করো দয়া
বাবা শাহজালাল ।।
দয়ারও ভাণ্ডার তুমি
কর্ণেতে শুনেছি আমি
করজোড়ে খাড়া আছি
সাজিয়া কাঙাল ।
কৃপাবিন্দু দান করিও
ভবসাগর উদ্ধারিও
ছাড়বোনা আর চরণ দুটি
ইহ পরকাল ।।
তোমারই করুণার ফলে
কত পাপী ভূমণ্ডলে
ভবযাতনা দূর করিয়া
করিলেন নিহাল ।
তোমারই করুণা যত
এক মুখে আর বলবো কত
বাংলাদেশের নায়েবে রাসুল
নূরেরই মশাল ।।
আখেরে আলো দিতে
এসেছিলেন এ দেশেতে
যার ভাগ্য লেখা ছিলো
পাইলো জামাল ।
বলে পাগল দুর্বিন শা
নাম তোমার করে ভরসা
খেয়ে তোমার প্রেমের নেশা
সেজেছি মাতাল ।।