দুর্বিন শাহ রচিত গান নং ১৮২

আমি নারী কপালপোড়া
ভাঙা কপাল লয় না জোড়া
নিষ্ঠুর বন্ধে ছেড়ে গেলো মোরে গো ।।
প্রাণসখি গো
কূল দিলাম কূল পাইবার আশে
কেন বন্ধে ভিন্ন বাসে
কলঙ্কি সাজাইলো ঘরে ঘরে
মনে যদি এত ছিলো
তবে কেন প্রেম বাড়াইলো
প্রাণসখি গো
জানলে প্রাণি দিতাম না আর তারে গো ।।
প্রাণসখি গো
নবযৌবন দিলো উকি
কেমনে বান্ধিয়া রাখি
প্রাণপাখি যাইতে চায় গো উড়ে
বসন্তের শীতল বাতাসে
শুইলে না নিদ্রা আসে
প্রাণসখি গো
বুক ভেসে যায় নয়নেরই নীরে গো ।।
প্রাণসখি গো
কালবসন্ত দিলো দেখা
আর তো যৌবন যায় না রাখা
বন্ধু ছাড়া দিবো যৌবন কারে
দুর্বিন শা কয় নারীর যৌবন
ও যেমন জোয়ারের মতন
প্রাণসখি গো
ভাটা দিলে আসিবে না ফিরে গো ।।