আমি কি চাহিবো আল্লাহ, দরবারে তোমার ।
সর্বদায় রাখিও দয়া, উপরে বান্দার ।।
নিজ নূরে মোহাম্মদ করিলা সৃজন
মোহাম্মদী নূরে পয়দা এ সারা ভুবন
দয়ার নিদর্শন, দিবানিশি চন্দ্র সূর্য
দিতেছে কিরণ, বিশ্ব রেখেছে রৌশন ।
ধরা বাঁধা নিয়মাদি, কত চমৎকার ।।
এক বিন্দু পানি দিয়া, আমায় সৃজিলা মাতা পিতার উছিলাতে ভবে পাঠাইলা
জ্ঞান শক্তি নাই মোর, মা আমার দুধ খাওয়াইয়া
করিতো আদর, এসব তোমারই মক্কর ।
পাথরের ভিতরে জীব, তারে দাও আহার ।।
মাটিতে দিয়াছো আল্লা, কত না বরকত
এক বীজেতে হাজার হাজার ফলে নিয়ামত
কত জাতের ফল, দিবানিশি ভক্ষণ করে
বান্দারা সকল, সবাই শান্তিতে অটল ।
দুর্বিন শা শুধিবে কীসে, এ ঋণের ভার ।।