দুর্বিন শাহ রচিত গান নং ২২৪

আমি কার কাছে জানাবো গো
শ্যাম পিরিতের এত যন্ত্রণা
না না না গো
শ্যাম পিরিতের এত যন্ত্রণা ।।
নতুন বয়সে প্রেম করিয়া
বন্ধু গেলো বৈদেশ হইয়া
যৌবন সময় ফিরে এলো না
ফুলের মধু শুকাইলো
ভ্রমরা আর বসেনা ।।
কুমারগণে পইন সাজাইয়া
ভিতরে আগুন দিয়া
যায় সরিয়া কাছে আসে না
ভিতরে জ্বলে নিভে
বাহিরে দেখা যায় না ।।
ঘরপোড়া যায় সবে দেখে
মনের আগুন থেকে থেকে
জ্বলছে আগুন কেউ তো নিভায় না
দুর্বিন শা কয় বন্ধু বিনে
জল দিলে আর নিভে না ।।