দুর্বিন শাহ রচিত গান নং ২৯০

আমি যদি যাই মরিয়া রে
ও বন্ধু, তোর প্রেমশেল লইয়া
তোর নামের কলঙ্ক রবে
জগত জুড়িয়া বন্ধু রে ।।
তুমি তো অন্তর্যামী রে
ও বন্ধু, সব দেখো আর শুনো
আমার মনের যে বাসনা
সবই তুমি জানো বন্ধু রে ।।
চরণের ভিখারি আমি রে
ও বন্ধু জিয়নে মরণে
দোষী হইলে দিয়া সাজা
রাখিও চরণে বন্ধু রে ।।
দয়াময় নাম শুনিয়া রে
ও বন্ধু, পাইলাম বড়ো আশা
কৃপাগুণে মুক্তি দিবায়
দিয়াছো ভরসা বন্ধু রে ।।
দুঃখিনী তাপিনী জাইনা রে
ও বন্ধু, নৈরাশ কইরো না
দয়ারও ভাণ্ডার তুমি
জগতে ঘোষণা বন্ধু রে ।।
দয়াময় নামে তোমার রে
ও বন্ধু কলঙ্ক রহিবে
যদি তোর প্রেমশেল বুকে লইয়া
দুর্বিন শা মরিবে, বন্ধু রে ।।