আমি গুনাগারের আশা গো
মুর্শীদ জিয়ন্তে করো পূরণ
নিজ গুণে দাও দরশন ।।
মুর্শীদ ও তব কর্ম সাধিবারে
আসিয়াছি এই সংসারে
কেন দিলে মায়ার আবরণ
লাভের আশায় খাস্তা দিয়া
ও মুর্শীদ, এখন সার হলো কান্দন ।।
মুর্শীদ ও, পড়িয়া অকূল পাথারে
ডাকিতেছি বারে বারে
নাম শুনিয়াছি পতিত পাবন
উদ্ধারিয়া লও আমারে
ও মুর্শীদ তুমি পাতকীর তারণ ।।
মুর্শীদ ও, দয়ার ভাণ্ডার তুমি
চরণের ভিখারী আমি
করো দয়া জাইনা অভাজন
দুর্বিন শার মনের আশা
ও মুর্শীদ পাইতে যুগল চরণ ।।