দুর্বিন শাহ রচিত গান নং ১৯৬

আমি ফুল তুলিয়া সাজাইলাম শয্যা গো
বোধহয় সখি পাবো গো লজ্জা ।।
বনফুলের হার গাঁথিয়া রাখিনু শয্যা সাজাইয়া
সই, সই গো, আসতো যদি শ্যাম কালিয়া
করতাম চরণ পূজা গো ।।
আসবে বলে বিনোদিয়া, রজনী রইলাম জাগিয়া
সই, সই গো, না জানি কী দোষ পাইয়া
আমায় দিলো এত সাজা গো ।।
আইলো না গো মনচোরা, সুখের নিশি হইলো সারা
সই, সই গো, দুই নয়নে বহে ধারা
শুকাইলো কলিজা গো ।।
রজনী প্রভাত হইবে, আর কী মোর বন্ধু আসিবে
সই, সই গো, দুর্বিন শা কয় সখি সবে
আন বনরাজা গো ।।